শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াবে ইরান-রাশিয়া

পোস্ট হয়েছে: জুলাই ২, ২০১৯ 

news-image

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা করছে ইরান ও রাশিয়া। দুদেশের জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের মাধ্যমে এই সহযোগিতা বাড়াতে চাই তেহরান-মস্কো। ইরানের ভাইস-প্রেসিডেন্সি অফিসের অধিভুক্ত কার্যালয়ের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। 

ভাইস-প্রেসিডেন্সি অধিভুক্ত ওই কার্যালয়ের ডিপুটি পারভিজ কারামির তথ্য মতে, ইরানি একটি প্রতিনিধি দল ৯ থেকে ১৪ জুলাই রাশিয়া সফর করবেন। এসময় তারা প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করবেন। 

তিনি জানান, প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র ও বিজ্ঞান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। প্রতিনিধি দলে আরও থাকবেন ইরান ন্যাশনাল ইনোভেটিভ ফান্ডের প্রতিনিধি ও ৭০টি জ্ঞানভিত্তিক কোম্পানির পরিচালকরা। সূত্র: মেহর নিউজ এজেন্সি।