বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে ইরান-আজারবাইজান ছয় সমঝোতা

পোস্ট হয়েছে: অক্টোবর ২৩, ২০১৯ 

news-image

প্রযুক্তিগত সযোগিতা জোরদার করতে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ইরান ও আজারবাইজান। বাকুতে দুদেশের জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর মধ্যে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এই ছয় সমঝোতা উচ্চ প্রতিরোধইলেকট্রনিক্স ও খাদ্যের স্বাদ বৃদ্ধিকরণ সংশ্লিষ্ট ন্যানোপ্রযুক্তি বিষয়ক।

ইরান ন্যাশনাল ইনোভেশন ফান্ডের প্রধান আলি ভাহদাত ইরান ও আজারবাইজানের জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর মধ্যে সই হওয়া ছয় সমঝোতাকে গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা মাত্র শুরু করেছি। আমি আশা করি একই প্রবণতা অব্যাহত থাকবে।’ চুক্তিগুলোর মূল্য চার মিলিয়ন মার্কিন ডলারের বেশি বলে জানান তিনি।

ভাহদাত আরও জানানদুই দেশের প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে ইরান ও আজারবাইজানের মধ্যকার একটি ইনোভেশন কো-অপারেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। সেন্টারটিতে এক বছরের জন্য স্থায়ীভাবে ইরানি জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর পণ্যসামগ্রী প্রদর্শন করা হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।