প্রবৃদ্ধিতে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোকে ছাড়িয়ে গেছে ইরান: আইএমএফ
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২৪
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2024/02/4838052.jpg)
ইরানের অর্থনীতি ৫ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ২০২৩ সালে বিশ্বের অনেক বড় অর্থনীতির দেশগুলোকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক শীর্ষক সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।
আইএমএফ-এর তথ্যমতে, ২০২৩ সালে ইরানের মোট দেশজ উৎপাদন (জিডিপি) মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, জাপান, রাশিয়া, সৌদি আরব এবং আরও কয়েকটি দেশ সহ বিশ্বের প্রায় সব বড় অর্থনীতির দেশের চেয়ে বেশি ছিল।
২০২৩ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২২ সালের জিডিপি প্রবৃদ্ধির চেয়ে প্রায় ১ দশমিক ৬ শতাংশ বেশি ছিল।
তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধির বৃদ্ধি এমন এক সময়ে ঘটেছে যখন বৈশ্বিক প্রবৃদ্ধি কমেছে ৩ দশমিক ১ শতাংশে। সূত্র: তেহরান টাইমস