রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্রবীণ ইরানি অভিনেত্রী শাহলা রিয়াহি আর নেই

পোস্ট হয়েছে: জানুয়ারি ২, ২০২০ 

news-image

প্রবীণ ইরানি অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক শাহলা রিয়াহি আর নেই। রাজধানী তেহরানে মঙ্গলবার রাতে (৩১ ডিসেম্বর) তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। রিয়াহি ফিচার ছবি পরিচালনাকারী প্রথম ইরানি নারী হিসেবে পরিচিত ছিলেন।

বুধবার মেহর নিউজকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ভেটেরান আর্টিস্ট ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্বাস আজিমি।

প্রবীণ এই অভিনেত্রী তেহরানে জন্মগ্রহণ করেন। ১৯৪৪ সালে ১৭ বছর বয়সে তিনি মঞ্চ অভিনয় শুরু করেন। চলচ্চিত্রকার মোয়েজ্জোদিভান ফেকরি পরিচালিত ‘গোল্ডেন ড্রিমস’ (১৯৫১) এ অভিনয়ের মধ্য দিয়ে তার সিনেমায় অভিষেক ঘটে। তিনিই প্রথম ইরানি নারী যিনি ফিচার ছবি পরিচালনা করেন। ছবিটির নাম ‘মারজান’।

রিয়াহি পেশাজীবনে অভিনেত্রী হিসেবে ৭২টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় করা সর্বশেষ ছবি হচ্ছে ‘অ্যান ইনভাইটেশন টু ডিনার’। ২০০০ সালে নির্মিত ছবিটি পরিচালনা করেন দাভুদ মোভাসাগি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।