শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্রথম ধর্মীয় আলোচনায় বসছে ইরান-জাপান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০১৯ 

news-image

প্রথম ধাপের ধর্মীয় আলোচনায় বসছে ইরান ও জাপান। আগামী ৯ ফেব্রুয়ারি শনিবার জাপানে এই আলোচনা অনুষ্ঠিত হবে। এতে ইসলাম ও শিন্তো ধর্মে পরিবারের অবস্থান নিয়ে উভয় পক্ষ আলোচনা করবেন। ইরানি বার্তা সংস্থা  ইরনা এই খবর দিয়েছে।

আলোচনায় ইরানের ইসলামি সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার (আইসিআরও) প্রধান আবুজার তোরকামান অংশ নেবেন।

বুধবার (৬ ফেব্রুয়ারি) জাপানে ইরান সাংস্কৃতিক কেন্দ্র এক ঘোষণায় জানায়, কোগাকুইন ইউনিভার্সিটির সাথে তারা যৌথভাবে এই ধর্মীয় আলোচনার আয়োজন করবে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের ৪০তম বর্ষপূর্তি ও ইরান-জাপান কূটনৈতিক সম্পর্কের ৯০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হচ্ছে।

জাপানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোরতেজা রহমানি-মোভাহেদ এবং জাপানি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও অধ্যাপকরা ধর্মীয় এই ইভেন্টে অংশ নেবেন। আইসিআরও এর প্রধান তোরকামেন ইভেন্টের ফাঁকে জাপানে কর্মরত ইরানি বিশেষজ্ঞ ও স্থানীয় কর্মকর্তাদের সাথেও সাক্ষাৎ করবেন। সূত্র: ইরান ডেইলি।