মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্রথম ইউরেশিয়া এক্সপোর আয়োজন করছে ইরান

পোস্ট হয়েছে: জুলাই ৭, ২০২১ 

news-image

প্রথম ইউরেশিয়া এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরানের তেহরানে। আগামী ৯ থেকে ১৩ জুলাই স্বতন্ত্র এই প্রদর্শনীর আয়োজন করবে ইরান। এতে ইউরেশিয়া অর্থনৈতিক পরিষদের (ইএইইউ) সদস্য রাষ্ট্রগুলো ও ইরানের ব্যবসায়ী, উদ্যোক্তা ও জ্যেষ্ঠ ব্যবস্থাপকরা যোগ দেবেন।

ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার (টিপিওআই) আমেরিকান ও ইউরোপীয় দপ্তরের প্রধান মোহাম্মাদরেজা কারিমজাদে সোমবার এই তথ্য জানান। তিনি বলেন, মর্যাদাপূর্ণ প্রদর্শনী ‘ইউরেশিয়া এক্সপো ২০২১’ তেহরানে ৯ থেকে ১৩ জুলাই অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন রুশ ফেডারেশন, কাজাখস্তান, বেলারুস, আর্মেনিয়া ও কিরগিজস্তানসহ ইএইইউ এর পাঁচ সদস্য দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা। সেই সাথে ইরানি বাণিজ্য প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।  সূত্র: মেহর নিউজ এজেন্সি।