শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্রথমবারের মত ইরানে তৈরি বৈদ্যুতিক বাস চালু হল মাশহাদে

পোস্ট হয়েছে: জুন ২, ২০২১ 

news-image

ইরানের উত্তরপূর্ব প্রদেশ মাশহাদে দেশিয় তৈরি বৈদ্যুতিক বাস যাত্রা চালু হয়েছে। এধরনের বাস একবার বৈদ্যুতিক চার্জ দেওয়ার পর টানা আড়াইশ কিলোমিটার চলতে পারবে। এমএপিএনএ গ্রুপের সিইও আব্বাস আলিয়াবাদি বলেন, এধরনের বৈদ্যুতিক বাস ভবিষ্যতের অংশ এবং দূষণমুক্ত পরিবেশ ও জালানির কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে এ কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে। তিনি মাশহাদ পৌরসভাকে এধরনের বাস চালুতে সহযোগিতা করার জন্যে ধন্যবাদ জানান। আলিয়াবাদি জানান, ইরানের কোম্পানিগুলো ইতিমধ্যে স্বচালিত গাড়ি উৎপাদনের চেষ্টা শুরু করেছে। এর আগে মাশহাদের মেয়র মোহাম্মদরেজা কালায়েই বলেন, ঝুঁকি থাকলেও তিনি তার এলাকায় এধরনের বৈদ্যুতিক বাস চালুর অনুমতি দিয়েছেন যাতে ইরানের প্রথম শহর হিসেবে এর বাসিন্দারা এমন বাসে ভ্রমণের সুযোগ পায়। এমএপিএনএ কোম্পানির সঙ্গে মোট ১শ বৈদ্যুতিক বাস সরবরাহের চুক্তির কথা জানিয়ে তিনি বলেন এ বছরেই এমন ১০টি বাস পাওয়া যাবে। মেহর