বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্রথমবারের মতো গম রফতানির ঘোষণা দিল ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ১০, ২০১৫ 

news-image

ইরান প্রথমবারের মতো গম রফতানি করবে। ইরানের স্টেট ট্রেডিং কর্পোরেশন বা এসটিসি’র নির্বাহী পরিচালক এবং কৃষি উপমন্ত্রী আলী কানবারি এ ঘোষণা দিয়েছেন। চলতি বছর কৃষকের কাছ থেকে ক্রয় কর্মসূচি শেষ হওয়ার পর গম রফতানির এ ঘোষণা দেয়া হয়।

আলী কানবারি বলেন, ইরান চার লাখ মেট্রিক টন গম রফতানির পরিকল্পনা করেছে। তিনি জানান, চলতি বছরে কৃষকের কাছ থেকে ইরান সরকার ৮০ লাখ মেট্রিক টনের বেশি গম ক্রয় করেছে। এতে স্থানীয় চাহিদা মিটে যাবে। এ ছাড়া গত বছরের গমেরও পর্যাপ্ত মজুদ রয়েছে। অবশ্য গত বছরের তুলনায় ১৪ লাখ টন গম বেশি ক্রয় করা হয়েছে বলে জানান তিনি। ইরানের পর্যাপ্ত মজুদ থাকায় গম আমদানির প্রয়োজন নেই বলেও জানান তিনি।

সূত্র: আইআরআইবি, তারিখ: ২৭ অক্টোবর ২০১৫