প্রথমবারের মতো এশিয়া প্যাসিফিক ডেফ গেমস জিতেছে ইরান
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৯, ২০২৪
ইরান প্রথমবারের মতো ২০২৪ এশিয়া প্যাসিফিক ডেফ গেমসের শিরোপা জিতেছে। ইরানি প্রতিনিধিদল ৯৫টি স্বর্ণ ও মোট ৬১টি পদক নিয়ে পদক তালিকায় আধিপত্য বিস্তার করে।
দক্ষিণ কোরিয়া ২১টি স্বর্ণসহ মোট ৪৭টি পদক নিয়ে উভয় বিভাগেই দ্বিতীয়, চীন ১৯টি স্বর্ণসহ মোট ৩৬টি পদক নিয়ে উভয় বিভাগেই তৃতীয় অবস্থানে রয়েছে।টুর্নামেন্টটি মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১ থেকে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।আগামী বছর জাপানে অনুষ্ঠিতব্য বধির অলিম্পিকের বাছাইপূর্ব হিসেবে বিবেচিত হয়। সূত্র: তেহরান টাইমস