প্রতি বছর ১০ লাখ মেডিকেল পর্যটকের ইরান ভ্রমণ
পোস্ট হয়েছে: এপ্রিল ১৮, ২০২২

ইসলামি প্রজাতন্ত্র ইরানে প্রতি বছর গড়ে ১০ লাখ মেডিকেল পর্যটক ভ্রমণ করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর্যটন অফিসের সভাপতি মোহাম্মদরেজা তরজোমান বলেছেন, “প্রধানত প্রতিবেশী দেশগুলো থেকে বছরে প্রায় ১০ লাখ মেডিকেল পর্যটক ইরানে আসেন।”
শুক্রবার তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা বলেন, “অধিকাংশ অভ্যন্তরীণ মেডিকেল যাত্রী ইরাক এবং আফগানিস্তান সহ প্রতিবেশী দেশগুলো থেকে আসেন।” হাসপাতাল এবং ক্লিনিক সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, নির্বাচিত ২০০টি ইরানি চিকিৎসা কেন্দ্রে বিদেশি রোগীদের চিকিৎসা সেবা দেয়ার অনুমতি রয়েছে। সূত্র: তেহরান টাইমস।