বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘প্রতিরোধমূলক অর্থনীতি সমস্যা সমাধানে সর্বোত্তম উপায়’

পোস্ট হয়েছে: মার্চ ২৩, ২০১৬ 

news-image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, প্রতিরোধমূলক অর্থনীতিই হচ্ছে ইরানের আর্থিক সংকট নিরসনের চাবিকাঠি।তাই  অন্য সকল বিষয়ের চেয়ে অর্থনৈতিক অগ্রগতিকেই সর্বাগ্রে বিবেচনা করা উচিত। ইরানি নতুন বছর নওরোজ উপলক্ষে গত রোববার ইরানের নাগরিকদের উদ্দেশে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে সঠিক ও যথাযথ সিদ্ধান্তই ইরানের জনগণকে তাদের সামাজিক, নৈতিক ও সংস্কৃতিগত চাহিদা পূরণে সুযোগ সৃষ্টি করতে পারে। তাই ইরানের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূর, অর্থনৈতিক উন্নয়ন ও মন্দা মোকাবেলার মত বিষয়গুলো সঠিকভাবে চিহ্নিত করে তা মোকাবেলা করার উদাত্ত আহবান জানান তিনি।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, অর্থনৈতিক সংকট মোকাবেলার অর্থই হচ্ছে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করা। এজন্যে যে কোনো সুযোগকে কাজে লাগিয়ে শত্রুর হুমকির উপযুক্ত জবাব দেয়ার আহবান জানান ইরানের সর্বোচ্চ নেতা।তিনি বলেন, বাস্তবসম্মত কৌশল ও লক্ষ্য নির্ধারণ করে উদ্যোগ নিতে পারলে এবং সে অনুযায়ী কাজ করতে পারলে চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হবে।  সূত্র: ইরান ডেইলি