মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

প্রতিরক্ষা সমঝোতা সই করল ইরান ও দক্ষিণ আফ্রিকা

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৪, ২০১৬ 

news-image

প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা শক্তিশালী করতে একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে দক্ষিণ আফ্রিকা ও ইরান। দক্ষিণ আফ্রিকা সফররত ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান ও স্বাগতিক দেশের প্রতিরক্ষামন্ত্রী মাপিসা এনকাকুলা মঙ্গলবার প্রিটোরিয়ায় এ সমঝোতায় সই করেন।

এমওইউ স্বাক্ষর শেষে দুই মন্ত্রী এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও দক্ষিণ আফ্রিকা।

সেইসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধেরও ঘোষণা দিচ্ছে দুই দেশ। সমঝোতাপত্রে দুদেশে নৌ নিরাপত্তা এবং সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে সহযোগিতা বাড়াতেও সম্মত হয়েছে বলে জানান দেহকান ও এনকাকুলা।

এর আগে ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দেহকান মঙ্গলবারই একটি উচ্চপদস্থ সামরিক প্রতিনিধিদল নিয়ে দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়া পৌঁছান। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের বিজয়ের পর এই প্রথম ইরানের কোনো প্রতিরক্ষামন্ত্রী দক্ষিণ আফ্রিকা সফরে গেলেন। সূত্র: পার্সটুডে