প্রতিরক্ষা সক্ষমতা আরো বৃদ্ধি করবে ইরান
পোস্ট হয়েছে: এপ্রিল ৩, ২০১৬
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2016/04/4bk3520c09c22a555y_620C350.jpg)
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আরো বৃদ্ধি করার তাগিদ দিয়েছেন। শত্রুর হুমকির মোকাবেলায় ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করতে কখনো পিছপা হবে না বলে তিনি অভিমত প্রকাশ করেন। বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) এর কন্যা হযরত ফাতেমা জাহরার জন্ম বার্ষিকী উপলক্ষে গত ৩০ মার্চ বুধবার আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন অব্যাহত রাখবে এবং এজন্যে ইরান সম্ভাব্য আলোচনার পথে থেকেই তা এগিয়ে নিয়ে যাবে। মহান এই নেতা বলেন, শুধু প্রযুক্তিগত দক্ষতা থাকলে চলবে না, আত্মরক্ষামূলক ক্ষমতা না থাকলে অন্য কোনো দেশের হুমকির মুখে নতি স্বীকার করতে বাধ্য হতে হবে এবং ইরান তা কখনো চায় না।
ইরানের সর্বেোচ্চ নেতা বলেন, ইরান কারো সঙ্গে রাজনৈতিক সংলাপ ও আলোচনার বিরোধী নয়। বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনায় রাজি কিন্তু এখন সময় হচ্ছে আলোচনা ও একই সঙ্গে প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের।
সম্প্রতি পশ্চিমা কিছু দেশের পক্ষ থেকে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও পরীক্ষা সম্পর্কে আপত্তি ওঠার পর এ বিষয়ে আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, এধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইরানের আত্মরক্ষামূলক কর্মসূচিরই অংশ।
সূত্র: ইরান ডেইলি