প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের নতুন অর্জন
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/09/2909821.jpg)
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হলো সর্বাধুনিক প্রযুক্তির কিছু সামরিক সরঞ্জাম। গতকাল বুধবার (২৬ সেপ্টেম্বর) ইরানের সশস্ত্র বাহিনীর সর্বশেষ এই অর্জনগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি।
দেশটির দেশীয়ভাবে উৎপাদিত সর্বাধুনিক সামরিক সরঞ্জামের পাশাপাশি একটি সিনথেটিক অ্যাপারচার রাডার (এসএআর) উন্মোচন করা হয়েছে। এটি তৈরি করা হয়েছে ড্রোনে স্থাপন করার জন্য। রাডারটি দিনের আলো, রাতের বেলা, মেঘাচ্ছন্ন আবহাওয়া, ধুলাবালির মধ্যে এবং সীমিত ভাবে দেখা যায় এমন জিনিসের ছবি তুলতে পারবে। এসএআর সামরিক উপস্থিতি ও দুর্গ এবং শত্রুর সরঞ্জাম ও কৌশলী যন্ত্রেরও ছবি উঠাতে সক্ষম।
ইরানের স্থল বাহিনী যোগাযোগ বিঘ্নিতকারী অপর একটি ডিভাইসও উন্মোচন করেছে। এটিও ড্রোনে স্থাপন করা হবে। ডিভাইসটি শত্রুর ড্রোনের যোগাযোগ ব্যাহত করার সক্ষমতাকে নষ্ট করতে পারবে।
বুধবার সামরিক সরঞ্জামের ওই উদ্বোধনী অনুষ্ঠানে কিছু সংখ্যাক অস্ত্র, ড্রোন ও গোলাবারুদও উন্মোচন করে ইরান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।