শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্রতিরক্ষা পণ্য রপ্তানি ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা ইরানের

পোস্ট হয়েছে: মে ২০, ২০২৪ 

news-image

ইরানের একজন জ্যৈষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র তার প্রতিরক্ষা পণ্যের রপ্তানি ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক রোববার বলেন, মন্ত্রণালয় প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয়তা পূরণে বড় পদক্ষেপ নিয়েছে। প্রেস টিভি এই খবর জানিয়েছে।

তিনি আরও বলেন, ইরান তার সব প্রতিরক্ষা প্রয়োজনীয়তা পূরণে সফল হয়েছে এবং এখন রপ্তানি বাজার সম্প্রসারণের দিকে মনোনিবেশ করছে। দেশটি এখন প্রতিরক্ষা পণ্য ক্রয়ে‌ যেসব অনুরোধ আসছে তাতে সাড়া দিচ্ছে বলে জানান তিনি।

তালাই-নিক গবেষণা, জ্ঞান-বিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুর্দান্ত সাফল্যের প্রশংসা করেন। সূত্র-মেহের নিউজ এজেন্সি