শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে ইরান মোটেই দ্বিধা করবে না: রুহানি

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক হুমকি মোকাবেলায় তার দেশ নিজের নিরাপত্তা শক্তি বাড়াতে মোটেই দ্বিধা করবে না। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আমেরিকা যে সমালোচনা করে আসছে তাও নাকচ করে দিয়েছেন তিনি।

মঙ্গলবার নিউ ইয়র্কে মার্কিন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলাপের সময় প্রেসিডেন্ট রুহানি বলেন, “আঞ্চলিক হুমকির মুখে আমাদের জনগণ অলস বসে থাকবে না এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধু প্রতিরক্ষার জন্য।” তিনি আরো বলেন, আঞ্চলিক দেশগুলো যখন অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত তখন ইরান নিজেকে রক্ষা করতে পারবে না কিংবা নিজের জন্য দরকারি অস্ত্র তৈরি করতে পারবে না- সেটা কোনো যৌক্তিক কথা হতে পারে না।

প্রেসিডেন্ট রুহানি জোর দিয়ে বলেন, ইরানের জনগণ ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন করা অব্যাহত রাখবে। দেশের জনগণ ও জাতীয় নিরাপত্তা রক্ষা করা সরকারের সবচেয়ে বড় দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। হাসান রুহানি বিস্ময় প্রকাশ করে বলেন, ইয়েমেনের নিষ্পাপ মানুষের ওপর যখন প্রতিদিন অস্ত্র ব্যবহার করা হচ্ছে তখন আমেরিকা চুপ অথচ ইরানের প্রতিরক্ষা কর্মসূচি নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।

পরমাণু সমঝোতা বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ সম্পর্কেও তিনি কথা বলেন। ড. রুহানি বলেন, পরমাণু সমঝোতা বাস্তবায়নের বিষয়ে দেখভাল করার একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ; এর বাইরে এ ইস্যুতে কারো কথা বলার অধিকার নেই। –  পার্সটুডে।