বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্রতিবেশী দেশে প্রকৌশল সেবা রপ্তানি বাড়াবে ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ২১, ২০২০ 

news-image

প্রতিবেশী দেশগুলো এবং সেই সাথে চীন ও ভারতে প্রকৌশল ও কারিগরি সেবা রপ্তানি বাড়ানোর উপর নজর দিচ্ছে ইরান। এই তথ্য জানিয়েছেন ইরান বাণিজ্য উন্নয়ন সংস্থার (টিপিও) প্রধান হামিদ জাদবুম। তিনি সোমবার টিপিও এর এক সভায় একথা জানান। খবর আইআরএনএ।

তিনি বলেন, বর্তমানে বিশ্বে ৫ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলার মূল্যের সেবা রপ্তানি হয়ে থাকে। এই ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দূর করে এই ধরনের রপ্তানিতে ইরানের অংশীদারিত্ব বাড়ানোর চেষ্টা করছি।

বৈঠকে টিপিও এর মালামাল ও সেবা রপ্তানি বিষয়ক উপপ্রধান ফারহাদ নুরি বলেন, অবরোধ ও ব্যাংকিং সমস্যা প্রযুক্তিগত ও প্রকৌশল সেবা রপ্তানির বিকাশে প্রতিবন্ধকতা তৈরি করেছে।

সরকারি তথ্যমতে, চলতি ইরানি বছরের প্রথম নয় মাসে (২১ মার্চ থেকে ২১ ডিসেম্বর ২০১৯) ইরানের প্রকৌশল ও কারিগরি সেবা রপ্তানি ৬শ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

ইরানের প্রযুক্তি ও প্রকৌশল সেবা রপ্তানিকারক সমিতির তথ্যমতে, ইরানের বছরে ২৫ বিলিয়ন ডলারের প্রযুক্তিগত ও প্রকৌশল সেবা রপ্তানির সম্ভাবনা ও সক্ষমতা রয়েছে। সূত্র: তেহরান টাইমস।