প্রতিবেশী দেশগুলোর ২০ভাগ মার্কেট ইরানের দখলে
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০২১

ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার (টিপিওআই) প্রধান হামিদ জাদবুম জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোর ১১০০ বিলিয়ন ডলারের পণ্য আমদানির চাহিদা পূরণের সক্ষমতা রয়েছে ইরানের। তিনি বলেন, ইরান পণ্য রপ্তানির দিক দিয়ে প্রতিবেশী দেশগুলোর ২০ শতাংশ বাজার দখলে নিতে সক্ষম।
পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিবেশী দেশগুলো ইরান থেকে ১১০০ বিলিয়ন ডলারের তেলবহির্ভূত পণ্য আমদানি করতে সক্ষম। সুতরাং এই লাভজনক বাজারে ইরান খুবই গঠনমূলক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বুধবার ৭ম বার্ষিক কনফারেন্স অব রেজিস্টেন্স ইকোনোমিতে বক্তৃতাকালে টিপিওআই প্রধান এই তথ্য জানান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।