প্রতিবেশী দেশগুলোতে ৩,২০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করবে ইরান
পোস্ট হয়েছে: জুন ২৫, ২০১৯
ইসলামি প্রজাতন্ত্র ইরানের খনি, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান প্রতিবেশী দেশগুলোতে চলতি ফারসি বছরে ৩,২০০ কোটি ডলারের পণ্য ও সেবা রপ্তানি করার পরিকল্পনা নিয়েছে। আগামী ২০ মার্চ ফারসি বছর শেষ হবে।
মন্ত্রণালয়ের শীর্ষ উপদেষ্টা সাদেক নাজাফি বলেন, “আমরা চলতি বছর ১৫টি প্রতিবেশী দেশে ৩,২০০ কোটি ডলারের পণ্য ও সেবা রপ্তানি করার পরিকল্পনা করেছি।” খনি, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে গতকাল তিনি এ তথ্য জানান। সাদেক নাজাফি বলেন, লক্ষ্য অর্জনের জন্য স্পেশাল ইকনোমিক জোন বা সিইজেড-এ ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের প্রতিষ্ঠানকে ক্ষমতায়ন করা হবে। এজন্য প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার।
গত ফারসি বছরে ইরান ১৫টি প্রতিবেশী দেশে ২,৪৬০ কোটি ডলারের তেল-বহির্ভূত পণ্য ও সেবা রপ্তানি করেছিল।
আমেরিকা যখন দফায় দফায় ইরানের বিরুদ্ধে নিষধাজ্ঞা আরোপ করছে তখন সে নিষেধাজ্ঞা এড়াতে ইরান তেল-বহির্ভূত পণ্য রপ্তানির পরিমাণ বাড়ানোর চেষ্টা করছে। পার্সটুডে।