শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্রতিবেশীদের সাথে ইরানের ৩৩ বিলিয়ন ডলারে তেল-বহির্ভূত বাণিজ্য

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২০, ২০২১ 

news-image

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম আট মাসে (২১ মার্চ-২১ নভেম্বর) প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের তেল-বহির্ভূত বাণিজ্যের মূল্য দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।আইআরআইসিএ মুখপাত্র রুহুল্লাহ লতিফী জানান, উল্লিখিত সময়ে ওজনের দিক দিয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে তেল-বহির্ভূত বাণিজ্য হয়েছে ১১০ দশমিক ২৮৪ মিলিয়ন টন। বছরের প্রথম আট মাসে প্রতিবেশী দেশগুলোর সাথে মোট বাণিজ্যে তেল-বহির্ভূত বাণিজ্য মূল্যের দিক দিয়ে ৫২ শতাংশ এবং ওজনের দিক দিয়ে ৬২ শতাংশ অবদান রেখেছে ।ইরানি এই কর্মকর্তা আরও বলেন, প্রতিবেশীদের সাথে তেল-বহির্ভূত বাণিজ্য গত বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক দিয়ে ৪৪ শতাংশ এবং ওজনের দিক দিয়ে ১৯ শতাংশ বেড়েছে।মেহেদি মীর-আশরাফি বলেন, ইরান উল্লিখিত সময়ের মধ্যে অন্যান্য দেশের সাথে ৬৩ দশমিক ১ বিলিয়ন মূল্যের ১১০ দশমিক ৩ মিলিয়ন টন তেল বহির্ভূত পণ্যের ব্যবসা করেছে। সূত্র: তেহরান টাইমস।