প্রতিবেশীদেরকে সহায়তা অব্যাহত রাখবে ইরান: প্রেসিডেন্ট রুহানি
পোস্ট হয়েছে: জুন ১৬, ২০১৬
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2016/06/4bk6a59c8730338t2d_800C450.jpg)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ ইরাকের মতো প্রতিবেশী দেশগুলোকে সহায়তা দেয়া অব্যাহত রাখবে।
ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি এবং বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানির সঙ্গে বুধবার এক বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন। প্রেসিডেন্ট রুহানি আশা করেন, প্রতিবেশী ইরাক শিগগিরি আবার স্থিতিশীল ও নিরাপদ হয়ে উঠবে।
তিনি বলে, “আমরা আশা করি ইরাকের জনগণ উগ্র সন্ত্রাসীদেরকে দেশের বাইরে বের করে দিতে সক্ষম হবে এবং ইরাকবাসী কাঙ্ক্ষিত মাত্রার নিরাপত্তা ফিরে পাবে। এ নিরাপত্তা শুধু রমজান মাসেই থাকবে না বরং সারা বছর থাকবে।” সূত্র: পার্সটুডে