শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্রতিবন্ধী ফাতিমা পা দিয়ে আঁকলেন রোনালদোর ছবি

পোস্ট হয়েছে: আগস্ট ৭, ২০১৭ 

news-image

রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল ফুটবল দলের খেলোয়াড় ক্রিস্টিয়ান রোনাল্দো ইরানের প্রতিবন্ধী কিশোরী চিত্রশিল্পী ফাতিমা হামামির প্রিয় খেলোয়াড়। ফাতিমা প্রতিবন্ধী হওয়ায় ছবি আঁকেন পা দিয়ে। সেই ছবি এতটাই নিখুঁত হয় যে তা দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেন। তার ছবি ইন্সট্রাগ্রামে ভাইরাল হওয়ার পর অনেক ফুটবল মিডিয়া তাদের বার্তা বিভাগে এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করে।

এমন একটি ওয়েবসাইট ‘দি গোল’ তাদের প্রতিবেদনে ফাতিমাকে ফুটবলের অন্ধ ভক্ত বলে মন্তব্য করে। তার আঁকা রোনালদোর ছবিটিকে অসাধারণ হিসেবে বর্ণনা করে দি গোল। এর আগে ফাতিমা ইরানের বিখ্যাত ফুটবলার আলী দায়েই’র ছবি এঁকে সাড়া ফেলেন। আলী তার আঁকা ছবির জন্যে ব্যক্তিগতভাবে ফাতিমাকে ধন্যবাদ জানান ও তার সঙ্গে দেখা করেন। ফাতিমা ৮৫ ভাগ শারীরিক অক্ষমতায় ভুগছেন। এজন্যেই তাকে পা দিয়ে ছবি আঁকতে হয়। -আইএফপি