প্রখ্যাত সুরকার মোস্তফা কামাল পুরতোরাব আর নেই
পোস্ট হয়েছে: জুন ২৬, ২০১৬

ইরানের প্রখ্যাত সুরকার ও গীতিকার মোস্তফা কামাল ইন্তেকাল করেছেন।হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার মৃত্যেতে ইরানের সংগীত জগতে নেমে এসেছে শোকের ছায়া।বেহেস্তে যাহরা কবরস্থানে তাকে দাফন করা হবে। ইরান হাউজ অব মিউজিকের বোর্ড ফাউন্ডারদের অন্যতম ছিলেন পুরতোরাব। তিনি তার বাবার প্রথম পুত্র ছিলেন। মাত্র পাঁচ বছর বয়সে তার বাবা তাকে একটি বাঁশী কিনে দেন। এবং তখন থেকেই তিনি সংগীতের ভক্ত হয়ে ওঠেন।
পুরতোরাব তেহরানে অ্যাকাডেমি অব মিউজিকে পড়াশুনা করেন। বিখ্যাত সংগীতজ্ঞ হেসমাত সানজারি ও মুসা মারুফির সঙ্গে পুরতোরাব ভায়োলিন বাজিয়েছেন। সংগীততত্ত্ব নিয়ে পুরতোরাব পড়াশুনা করেন রুহোল্লা খালেকিতে। গ্রাজুয়েশনের পর তিনি সংগীতের ওপর উচ্চতর পড়াশুনা করতে যান ফ্রান্সে। ইরান ফিরে তিনি তেহরানে সংগীত বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। সংগীতের ওপর অনেক বিখ্যাত বই তিনি রচনা করেছেন। ‘থিউরি অব মিউজিক’ তার অন্যতম বিখ্যাত বই। সূত্র: তেহরান টাইমস