শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্যালেস চলচ্চিত্র উৎসবে ইরানের তিন ছবি

পোস্ট হয়েছে: মে ২৪, ২০১৮ 

news-image

আসন্ন প্যালেস ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হবে ইরানের তিনটি স্পল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। বুলগেরিয়ার এই চলচ্চিত্র উৎসবের এবারের ১৫তম আসর বসবে আগামী জুনে। এতে প্রামাণ্যচিত্র ও এক্সপেরিমেন্টাল প্রতিযোগিতা বিভাগে ১৪টি ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ইরানি নির্মাতা ভাহিদ হোসেইনির ‘হোল টু পার্ট’।স্বল্প দৈর্ঘ্য ছবি ‘হোল টু পার্ট’এ একজন স্বৈরশাসকের লোহার মূর্তি ধ্বংস ও গলিয়ে ফেলার ঘটনা তুলে ধরা হয়েছে।

এছাড়া উৎসবের ছাত্র বিষয়ক সেরা এনিমেশন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে ইরানি চলচ্চিত্রকার মোসলেম তাবাতাবাইয়ের ‘লাইট সাইড’ ও এলহাম তোরোগির ‘নোবোডি’।

বুলগেরিয়ার বালচিকে ২৩ জুন প্যালেস ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালের পর্দা উঠবে। সপ্তাহব্যাপী এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ৩০ জুন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।