শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্যারিস ২০২৪ অলিম্পিকে ৩২ ইরানি অ্যাথলেটের টিকিট নিশ্চিত

পোস্ট হয়েছে: এপ্রিল ২৫, ২০২৪ 

news-image

২০২৪ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ, ২০২৪ ওয়ার্ল্ড রোয়িং এশিয়ান এবং ওশেনিয়ান অলিম্পিক ও প্যারালিম্পিক বাছাইপর্ব শেষ হওয়ার পর ২০২৪ প্যারিস অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছেন ইরানের ৩২ জন ক্রীড়াবিদ৷

গ্রেকো-রোমান রেসেলাররা রবিবার দুটি বার্থ সুরক্ষিত করেছে। রোয়িং থেকেও চারটি বার্থ নিশ্চিত হয়েছে। শৈল্পিক জিমন্যাস্ট মাহদি ওলফাতি ৬০ বছরের মধ্যে গেমসের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ইরানি জিমন্যাস্ট হয়ে সোমবার ইতিহাস তৈরি করেছেন।

ইরান এখনও অবধি নিম্নলিখিত খেলাগুলিতে অলিম্পিক বার্থ সুরক্ষিত করেছে: কুস্তি (ফ্রিস্টাইল এবং গ্রেকো-রোমান), ভারোত্তোলন, তায়কোয়ান্দো, সাইক্লিং, রোয়িং, ফেন্সিং, শ্যুটিং এবং জিমন্যাস্টিকস।

সূত্র- তেহরান টাইমস