প্যারিস মোবাইল চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রাইজ জয় ‘ওয়ালেটে’র
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১০, ২০১৯
শুক্রবার প্যারিসের ১৫তম মোবাইল চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক গ্র্যান্ড প্রাইজ জিতেছে ইরানি ছবি ‘ওয়ালেট’। নির্মাতা ফাতিমা নোফেলি চলচ্চিত্রটি পরিচালনা করেছেন।
‘ওয়ালেট’ ছবিতে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। যেখানে দেখানো হয়, বিশ্বে পানি কমন মুদ্রায় পরিণত হয়েছে। আন্তর্জাতিক গ্র্যান্ড প্রাইজের মূল্য ২০ হাজার ইউরো।
এদিকে এক মিনিটের চলচ্চিত্রের জন্য উৎসর্গকৃত অনলাইন প্রতিযোগিতা বিভাগে ফরাসি গ্র্যান্ড প্রাইজ জিতেছে গনজাগুয়ে লেগুতের ‘স্ক্রিম’। ভারতীয় চলচ্চিত্রকার ভিনামরা পাঞ্চারিয়া জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার। তিনি ‘অ্যান্টিহিউম্যান’ চলচ্চিত্রের জন্য এই পুরস্কার লাভ করেন।
নির্মাতা অ্যানাতোলে লেভিলায়ান পরিচালিত ফরাসি ছবি ‘দ্যা রেড ডেজ’ দর্শক অ্যাওয়ার্ড লাভ করেছে। ফরাসি অভিনেত্রী ফ্লোরেন্স ফাউকুয়েটে সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেছেন। তিনি ম্যাথিউ বেইভিনেউ পরিচালিত ‘এভরিথিং ইজ ফাইন’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
ইউটিউবের সহযোগিতায় ১৪ থেকে ৩০ নভেম্বর মোবাইল চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।