শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্যারিস প্যারালিম্পিক বার্থ নিশ্চিত করলেন ইরানি নারী রোয়ার

পোস্ট হয়েছে: মে ১২, ২০২৪ 

news-image

ইরানের নারী রোয়ার শাহলা বেহরুজিরাদ হাঙ্গেরির সেজেগেডে অনুষ্ঠিত ২০২৪ আইসিএফ প্যারাকানো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠার মধ্য দিয়ে প্যারিস ২০২৪-এ একটি প্যারালিম্পিক কোটা নিশ্চিত করেছেন৷

বেহরুজিরাদ প্যারাকানো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল রাউন্ডে নারীদের কেএল-৩ শ্রেণিতে অংশ নেন।

তিনি ভারত, হাঙ্গেরি, স্পেন, ইতালি, দুই অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ এবং দুই চায়না প্রতিপক্ষের প্রতিযোগীদের বিরুদ্ধে লড়াই করেন। বেহরুজিরাদ শনিবার পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিশ্ব চ্যাম্পিয়নশিপটি ৯-১২ মে পর্যন্ত হাঙ্গেরির সেজেগেডে অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র: মেহর নিউজ