শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্যারিস ও আমস্টারডামে ইরানের নাটক

পোস্ট হয়েছে: জুন ২০, ২০১৬ 

news-image

ইরানের দি রেড এলিফ্যান্টনাটকটি ফ্রান্স ও নেদারল্যান্ডে মঞ্চস্থ হবে। এ নাটকটি পরিচালনা করেছেন মোরতেজা মির মোন্তাজামি। মোন্তাজামি বলেছেন,শান্তিতে বাস করতে হলে একে অপরকে শ্রদ্ধা করতে হবে কিন্তু বর্তমান বিশ্বে যা চলছে তা বিপরীত। এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইসনা।

দি রেড এলিফেন্টনাটকের বিষয়বস্তু হচ্ছে একজন মিলিটারি কমান্ডারকে নিয়ে যিনি সদ্যই যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন। এবং যুদ্ধের সময় তার বিভিন্ন ধরনের মানুষ ও এমনকি বিশ্বাসঘাতকদের সঙ্গেও দেখা হয়েছে। নাটকটি  আগামী ২৩ ও ২৪ জুন আমস্টারডাম এবং ২৮ ও ২৯ জুন প্যারিসে নাটকটি মঞ্চস্থ হবে। গত বছর জাপানের ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভালে নাটকটি সপ্তমবারের মত মঞ্চস্থ হয়। মোন্তাজামির নাটক এর আগে ইতালি, পোল্যান্ড, চেক রিপাবলিক, আর্মেনিয়া, রাশিয়া ও দক্ষিণ কোরিয়ায় মঞ্চস্থ হয়।

সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন