শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্যারা ভারোত্তোলন বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় ইরানের

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৭, ২০২১ 

news-image

জাতীয় ইরানি প্যারা ভারোত্তোলন দল সাতটি পদক জিতে জর্জিয়ায় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। ফারসি প্যারা ভারোত্তোলন দল জর্জিয়ার তিবিলিসিতে ২০২১ সালের বিশ্ব প্যারা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। ইভেন্টের পুরুষ বিভাগে দেশটির ১৩ জন অ্যাথলেট প্রতিদ্বন্দ্বিতা করে শিরোপা ঘরে তুলে।এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক জিতে ইরানি দল  প্রথম স্থান অধিকার করে।ইরানের জন্য তিনটি স্বর্ণপদক জিতেছেন অ্যাথলেট হামেদ সোলহিপুর, আলিয়াকবর ঘারিবশি এবং আহমেদ আমিনজাদেহ। রৌপ্য পদক জিতেছেন মেহেদি সায়াদি, আমির জাফারি এবং রুহুল্লাহ রোস্তামি।  অন্যদিকে, সামান রাজি ২৩৫ কেজি ওজন তুলে ইরানের একমাত্র ব্রোঞ্জ পদক জিতেন।২০২১ বিশ্ব প্যারা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ৬৯টি দেশের মোট ৪৩৮ জন অ্যাথলেট অংশগ্রহণ করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।