মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্যারা আর্চারি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে ইরানের দুই মেডেল

পোস্ট হয়েছে: জুলাই ১১, ২০২১ 

news-image

প্যারা-আর্চারি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট ও চূড়ান্ত প্যারালিম্পিক বাছাইপর্ব ২০২১ এ দুটি মেডেল জিতেছে ইরানের জাহরা নেমাতি ও আলিসিনা মানশায়েজাদে।
শনিবার রিকার্ভ ওমেন ওপেনের ফাইনালে নেমাতি ইতালির প্রতিপক্ষ এলিসাবেত্তা মিজনোকে ৬-৪ পয়েন্টে হারিয়ে রোপার মেডেল জয় করেন।

এরআগে ব্রোঞ্জ মেডেল ম্যাচে ইতালির পেটরিল্লি ভিনসেনজা রাশিয়ার মারগারিতা সিদোরেনকোকে ৬-২ পেয়েন্ট পরাজিত করে।

ফাইনাল ম্যাচে ইউক্রেনের সেরহিয়াই আতানেনকোকে পরাজিত করে রাশিয়ারর বাইর শিগায়েভ।

প্যারা-আর্চারি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট ও চূড়ান্ত প্যারালিম্পিক বাছাইপর্ব চেক প্রজাতন্ত্রে ৩ থেকে ১০ জুলাই অনুষ্ঠত হয়। সূত্র: তেহরান টাইমস।