মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইরানের ১৪ মেডেল

পোস্ট হয়েছে: জুলাই ২৩, ২০১৭ 

news-image

লন্ডনে চলমান বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এ পর্যন্ত ১৪টি পদক জিতেছে ইরানি প্যারা অ্যাথলেটরা। ব্রিটিনের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত টুর্নামেন্টের অষ্টম দিন পর্যন্ত নিজেদের ঝুড়িতে এসব মেডেল ভরতে সক্ষম হয়েছে ইরান।

সম্মানজনক লড়াইয়ে ইরানের ২০-শক্তিশালী স্কোয়াড দুটি স্বর্ণসহ এ পর্যন্ত ১৪টি পদক জিতেছে। ইরানের ঘরে শেষ দু’টি পদক আসে পুরুষদের শট পুট এফ-৫৩ ইভেন্টে। শনিবার সকালে এফ-৫৩ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে ওই দু’টি মেডেল ঘরে তোলেন ইরানের দুই প্যারা অ্যাথলেট।

ইরানের আলিরেজা মোখতারি ৮ মিটার ৩৫ সেন্টিমিটার দূরত্বে থ্রো করে স্বর্ণ পদক জিতেছেন। প্রথম স্থান অর্জনের পাশাপাশি তিনি এশিয়ার রেকর্ড বিকাশে ভূমিকা রেখেছেন। অন্যদিকে, তারই স্বদেশি অ্যাথলেট আসাদোল্লাহ আজিমি ৭ মিটার ৯৩ সেন্টিমিটার দূরত্বে থ্রো করে ব্রোঞ্জ পদক জিতেছেন।

ইরানের পদক তালিকায় দু’টি স্বর্ণ, সাতটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জসহ এ পর্যন্ত যোগ হয়েছে ১৪টি পদক।

২০১৭ ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ট্রাক অ্যান্ড ফিল্ডে প্রতিবন্ধী অ্যাথলেটরা প্রতিদ্বন্দ্বিতা করেছন। ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটির আয়োজনে লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে ১৪ জুলাই টুর্নামেন্ট শুরু হয়ে চলবে ২৩ জুলাই পর্যন্ত। সূত্র: মেহের নিউজ।