শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্যারা অ্যাথলেটিক্স গ্রান্ড প্রিক্সে স্বর্ণপদক জিতলেন ইরানের হামেদ আমিরি

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৫, ২০২১ 

news-image
ইরানের হামেদ আমিরি দুবাইতে ২০২১ ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্রান্ড প্রিক্সের প্রথম দিন বুধবারেই এ পদক জিতে নেন। জ্যাভলিন থ্রোতে ৩০.৯৬ মিটারের দূরত্বের রেকর্ড গড়েন হামেদ। রিও ২০১৬ সালে গ্রিসের জ্যাভলিন চ্যাম্পিয়ন ম্যানোলিস স্টেফানোদাকিসের রেকর্ড ভেঙ্গেছেন হামেদ। স্লোভাকিয়ার প্যারা অ্যাথলেট তৃতীয় স্থান অধিকার করেন। আগের দিন ইরানের আরেক প্যারা অ্যাথলেট সামান পাকবাজ ও ভাহিদ আলিনাজিমি যথাক্রমে রৌপ্য ও তাম্র পদক পান। পুরুষের জ্যাভলিন থ্রোতে পাকবাজের রেকর্ড গড়েন ১৪.৯৬ মিটার দূরত্বে। এছাড়া টি/এফ ১২ ক্যাটাগরিতে ইরানের আলিনাজিমি ১১.১৪ সেকেন্ডে ১শ মিটার দূরত্বে তাম্র পদক পান। দুবাইতে এ ক্রীড়া আয়োজনে ৬৩টি দেশ থেকে ৬শ প্যারা অ্যাথলেট অংশগ্রহণ করেছেন। এ আয়োজন থেকে ৭জন প্যারা অ্যাথলেট জাপানে টোকিও ২০২০ প্যারা অলিম্পিক গেমসে অংশ নেবেন। তেহরান টাইমস।