বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্যারালিম আর্ট বিশ্বকাপে গ্র্যান্ড প্রিক্স জিতল ইরানের ‘ওয়ার্ল্ডস স্মাইল’

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৭, ২০২২ 

news-image

প্যারালিম আর্ট ওয়ার্ল্ড কাপ ২০২১-এ গ্র্যান্ড প্রিক্স জিতেছে ইরানি শিল্পী মারজিয়ে হুশমান্দ। ‘ওয়ার্ল্ডস স্মাইল’ শীর্ষক চিত্রকর্মের জন্য তিনি এই পুরস্কার জিতেছেন।এবারের প্রতিযোগিতা জাপানের নাকামাতে প্রতিবন্ধী শিল্পীদের জন্য “স্মাইল” তথা ‘হাসি’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয়।“ওয়ার্ল্ডস স্মাইল” চিত্রকর্মে একটি কালো ছেলেকে চিত্রিত করা হয়েছে। তাকে দেখা যাচ্ছে, একটি গ্লোবের (পৃথিবীর আকৃতি) ওপর হাসিমুখে বসে আছে।প্যারালিম আর্ট ওয়ার্ল্ড কাপে আরও পুরস্কার জিতেছে ইরানের আলি বাহরামির “ভ্যাকসিন” কুশিনো নোবুমাসা। এছাড়া ইরানের মারজিয়ে বাকেরি-চিজেহ “এমব্রয়ডারেড আর্ট” চিত্রকর্মের জন্য প্যারালিমার্ট পুরস্কার পেয়েছেন। সূত্র: তেহরান টাইমস।