মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্যারালিম্পিকে ২৮ মেডেল জয়ের আশা ইরানের

পোস্ট হয়েছে: জুলাই ১৩, ২০২১ 

news-image

করোনা ভাইরাস মহামারীর কারণে বিলম্বে শুরু হতে যাওয়া ২০২০ প্যারালিম্পিকে ২৮টি মেডেল জয়ের আশা  ইরানে। ইরানিয়ান চিফ ডি মিশন হাদি রেজায়েই ভবিষ্যদ্বাণী করেছেন, এবার তাদের প্যারা অ্যাথলেটরা ২৮টি মেডেল ঘরে তুলবেন।

টোকিও প্যারালিম্পিকে ইরান মোট ৬৩ জন অ্যাথলেট পাঠাবে। ২০০০ সালে সিডনিতে  ৪০ জন্য অ্যাথলেট পাঠানোর পর এটিই হবে সবচেয়ে ছোট দল।

এরপর ২০০৪ সালে অ্যাথেনসে ইরান ৮৯ জন অ্যাথেলেট পাঠায়, ২০০৮ বেইজিং প্যারালিম্পিকে ৭২জন, ২০১২ লন্ডন প্যারালিম্পিকে ৭৯জন, এবং ২০১৬ রিও প্যারালিম্পিকে ১১০জন অ্যাথলেট পাঠায়।

২০১৬ রিও অলিম্পিকে ইরান ৮টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ পদক জয় করে পদক তালিকায় ১৫তম স্থান দখল করে।

রেজায়েই বলেন, আমরা টোকিওতে ৬৩ জন অ্যাথলেট পাঠাবো এবং প্রতিযোগিতা শেষে ইরান দশম স্থান অর্জন করবে। সূত্র: তেহরান টাইমস।