মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্যারালিম্পিকে ইরানের হুইলচেয়ার বাস্কেটবল টিম চূড়ান্ত

পোস্ট হয়েছে: মার্চ ১৫, ২০২০ 

news-image

টোকিও ২০২০ প্যারালিম্পিক গেমসে অংশগ্রহণকারী ১২টি দলের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক হুইলচেয়ার বাস্কেটবল ফেডারেশন (আইডাব্লিউবিএফ)। চূড়ান্ত এসব দলের তালিকায় স্থান পেয়েছে ইরানের জাতীয় হুইলচেয়ার বাস্কেটবল টিম।  

প্যারালিম্পিকের বাছাই পর্ব ২০২০ অ্যাফ্রো প্যারালিম্পিক কোয়ালিফায়ার্স এর সমাপনী শেষে পুরুষ ও নারীদের হুইলচেয়ার বাস্কেটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো চূড়ান্ত করা হয়।

আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ২০২০ অ্যাফ্রো প্যারালিম্পিক কোয়ালিফায়ার্স টুর্নামেন্টে আলজেরিয়ার পুরুষ ও নারী উভয় দল শিরোপা জয় করে।

প্যারালিম্পিকসে পুরুষ বিভাগে ১২টি দল ছয়-ছয় দলের দুটি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে প্রাথমিক পর্বের শীর্ষ চারটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে। অতঃপর সেমি ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

আইডাব্লিউবিএফের প্রতিবেদন মতে, প্যারালিম্পিকের পুরুষ বিভাগে টিকিটপ্রাপ্ত প্রথম তিন দেশ হলো আমেরিকা, কানাডা ও কলোম্বিয়া। লিমা ২০১৯ পারাপান আমেরিকান গেমস থেকে এই তিন দেশ প্যারালিম্পিকের টিকিট লাভ করে। এরপর ইউরোপ থেকে প্যারালিম্পিকে টিকিট লাভ করে গ্রেট ব্রিটেন, স্পেন, তুরস্ক ও জার্মানি। অন্যদিকে এশিয়া মহাদেশ থেকে অস্ট্রেলিয়া, কোরিয়া ও ইরান যোগ্যতা অর্জন করে। সর্বশেষ যোগ্যতা লাভ করে স্বাগতিক জাপান ও আলজেরিয়া। সূত্র: তেহরান টাইমস।