প্যারালিম্পিকে ইরানের পতাকা বহন করবে যারা
পোস্ট হয়েছে: আগস্ট ১৫, ২০২৪

২৮ আগস্ট থেকে প্লেস দে লা কনকর্ডে অনুষ্ঠিত হতে যাওয়া প্যারিস ২০২৪ প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের পতাকাবাহী অ্যাথলেটদের নাম ঘোষণা করা হয়েছে। আসন্ন প্যারালিম্পিকে ফারসি পতাকা বহন করবেন মোহাম্মদরেজা মিরশাফি এবং হাজর সাফরজাদে।
৫১ বছর বয়সী প্যারা শুটার মিরশাফিই প্যারিসে ইরানের প্রতিনিধি দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য। বিশ্ব শিরোপাজয়ী নারী রানার সাফারজাদে ইরানের প্রথম নারী ক্রীড়াবিদ উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহন করবেন।
ইরান এবারের প্যারালিম্পিকের ১০টি খেলায় ৬৫ জন প্যারা অ্যাথলেটকে পাঠাবে।২০২৪ প্যারালিম্পিক গেমস ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে। সূত্র: তেহরান টাইমস