বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্যারালিম্পিকে ইরানের পঞ্চম স্বর্ণপদক জয় করলেন মাহদি ওলাদ

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২, ২০২১ 

news-image

২০২০ প্যারালিম্পিক গেমসে স্বর্ণপদক জয় করলেন ইরানি শট পুটার মাহদি ওলাদ। সোমবার ইরানকে পঞ্চম সোনার মেডেল এনে দিলেন তিনি।

প্যারা অ্যাথলেট ওলাদ শট পুট এফ-১১ তে ১৪ দশমিক ৪৩ মিটার দূরত্বে নিক্ষেপ করে স্বর্ণপদক জিতেন। এই বিভাগে ১৩ দশমিক ৮৯ মিটার দূরত্বে নিক্ষেপ করে দ্বিতীয় স্থান তথা রৌপ্যপদক  লাভ করেন ব্রাজিলের অ্যালেসান্দ্রো রোদ্রিগো দা সিলভা। ১৩ দশমিক ৬০ মিটারে নিক্ষেপ করে ইতালির ওনেই তাপিয়া ব্রোঞ্জপদক লাভ করেন।

এর আগে টোকিও প্যারালিম্পিকে ইরানের ৪ স্বর্ণজয়ী অ্যাথলেট হলেন- পাওয়ারলিফ্টার রুহুল্লাহ রোস্তামি, জুডো অ্যাথলেট ভাহিদ নুরি ও মোহাম্মাদরেজা খেইরোল্লাহজাদে এবং লং জাম্পার আমির খোসরাভানি। এ নিয়ে এপর্যন্ত মোট ৫টি স্বর্ণপদক জিতেছেন ফারসি অ্যাথলেটরা। সূত্র: তেহরান টাইমস।