প্যারালিম্পিকে ইরানি নারীদের বিস্ময়কর সাফল্য
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২১

জাপানের টোকিওতে চলমান ২০২০ প্যারালিম্পিক গেমসে বিস্ময়কর সাফল্য দেখালো ইরানের নারী অ্যাথলেটরা। বিশ্বের মর্যাদাপূর্ণ এই ক্রীড়া ইভেন্টের এবারের আসরে এপর্যন্ত তিন-তিনটি স্বর্ণপদক জিতেছেন দেশটির নারীরা। প্যারালিম্পিকের তিনটি ডিসিপ্লিনে অংশ নিয়ে তিনটি সোনার মেডেল ঘরে তোলেন। প্যারালিম্পিকের ইতিহাস বইয়ে নাম তোলেন নিজেদের।
তীরন্দাজ জাহরা নেমাতি নারীদের ইন্ডিভিজুয়াল রিকার্ভ ডব্লিউ১/ডব্লিউ২ এ প্রতিপক্ষকে পেছনে ফেলে শিরোপা দখল করেন। অলিম্পিক এবং প্যারালিম্পিক উভয় গেমসে তিনিই স্বর্ণপদক জয়ী প্রথম ইরানি নারী।
এর আগে লন্ডন প্যারালিম্পিকে নারীদের টিম রিকার্ভে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন নেমাতি। এর চার বছর পর রিও প্যারালিম্পিকে দ্বিতীয় প্যারালিম্পিক স্বর্ণপদক জয় করেন।
ইতিহাসে পাওলা ফান্তাতোর পরে তিনিই দ্বিতীয় তীরন্দাজ যিনি প্যারালিম্পিক গেমসের ভিন্ন ভিন্ন তিনটি পর্বে স্বর্ণপদক জিতেছেন। তবে এখানেই ইরানি নারীদের ইতিহাস শেষ হয়নি।
প্যারালিম্পিকে দ্বিতীয় স্বর্ণপদক জয়ী বিস্ময়কর ইরানি নারী হচ্ছেন সারেহ জাভানমারদি। তিনি ২০১৬ প্যারালিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ এ সোনার মেডেল এবং মিশ্র ৫০ মিটার পিস্তল এসএইচ১ এ স্বর্ণপদক জিতেন। তার আগে লন্ডনে ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ এ ব্রোঞ্জ জিতেছিলেন এই নারী অ্যাথলেট।
এবারও তার ৫০মিটার পিস্তল এসএইচ১ এ আরেকটি স্বর্ণপদক জেতার সুযোগ রয়েছে। শনিবারের এই ইভেন্টে স্বর্ণ জয় করলে তিনি হবেন সর্বাপেক্ষা সজ্জিত ইরানি ক্রীড়াবিদ।
অন্যদিকে প্যারালিম্পিকের জাভেলিন এফ৫৬ এ ২৪ দশমিক ৫০ মিটারের বিশ্ব রেকর্ড গড়ে ইরানি নারীদের জন্য দৃষ্টান্ত তৈরি করেছেন হাশেমিয়ে মোতাগিয়ান। ঘরে তুলেছেন সোনার মেডেল। সূত্র: তেহরান টাইমস।