রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্যারালিম্পিকের জন্যে তৈরি সারেহ জাভানমারাদি  

পোস্ট হয়েছে: মে ৩১, ২০২১ 

news-image

ইরানের প্যারা শুটার সারেহ জাভানমারাদি বলেছেন তিনি প্যারালিম্পিকে অংশ নেওয়ার জন্যে পূর্ণ প্রস্তুতি নিয়েছেন এবং ওই টুর্নামেন্টের জন্যে অধীর হয়ে অপেক্ষা করছেন। ২০১৬ সালে রিও অলিম্পিকে সারেহ ১০ মিটার এয়ার পিস্তল ও মিক্সড ৫০ মিটার পিস্তল শুটিংয়ে দুটি স্বর্ণপদক পান। এর আগে ২০১২ সালে লন্ডন অলিম্পিকে সারেহ ১০ মিটার এয়ার পিস্তলে তাম্র পদক পান। এখন তিনি টোকিও অলিম্পিকের জন্যে পুরোপুরি তৈরি। কোভিডের কারণে শঙ্কা প্রকাশ করে সারেহ বলেন টোকিও অলিম্পিক বাতিল হলে তা শুধু সুযোগ হারানো নয় বরং তা এক হুমকি হয়ে দেখা দেবে। কারণ এধরনের একটি টুর্নামেন্টের জন্যে আমাদের দিনের পর দিন প্রস্তুতি নিতে হয়। লকডাউনের মধ্যে প্রস্তুতি চালিয়ে যাওয়া খুবই কঠিন ব্যাপার। টোকিও অলিম্পিক হলে সেখানে আমি পূর্ণ শক্তি ও দক্ষতার সঙ্গেই প্রতিযোগিতায় অংশ নেব। তেহরান টাইমস