রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পোলান্ডে ক্রাকো চলচ্চিত্র উৎসবে ইরানি ছবির ঝুড়িতে দুই পুরস্কার

পোস্ট হয়েছে: জুন ১১, ২০১৭ 

news-image

ইরানি স্বল্পদৈঘ্য চলচ্চিত্র ‘রিটাচ’ পোলান্ডে অনুষ্ঠিত ৫৭তম ক্রাকো চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার লাভ করেছে।ছবিটি পরিচালনা করেছেন ইরানি চলচ্চিত্র নির্মাতা কাভেহ মাজাহেরি। সেরা কথাসাহিত্য বিষয়ক চলচ্চিত্র পরিচালনার জন্য পোলিশ উৎসবে তাকে সিলভার ড্রাগন অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।

ইরান ডেইলির খবরে বলা হয়, ছবিটিতে এক নারীর মর্মান্তিক অবস্থা তুলে ধরা হয়েছে। পৃথিবীর যেখানে অধিকার বলে কিছু অবশিষ্ট নেই এমন এক জায়গায় ওই নারীকে জীবন অথবা মৃত্যু এবং স্বাধীনতা অথবা বন্দিদশার মধ্যে যে কোনো একটি বেছে নেয়ার মতো পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

এর আগে ‘রিটাচ’ ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য ছবির জন্য ‘ক্রিস্টাল সিমোর্ঘ’পুরস্কার পেয়েছে। সেই সাথে এটি ইরানের চলচ্চিত্র উৎসবে সেরা সংক্ষিপ্ত শিরোনামের জন্য খেতাব কুড়িয়েছে।

সূত্র: ইরান ডেইলি।