শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পেশোয়ারে তালেবান হামলার নিন্দা করল ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩, ২০১৭ 

news-image

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রাবাসে তালেবানের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি শনিবার ওই অমানবিক হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের মিত্রদের তৎপরতার বিরুদ্ধে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকা জরুরি।

তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলো অমানবিক এসব হামলা চালায় শুধুমাত্র তাদের ঘৃণ্য লক্ষ্য অর্জন ও নিজেদের উপস্থিতি প্রমাণের জন্য। এসব সন্ত্রাসী মসজিদ ও পবিত্র স্থাপনাগুলোর সম্মানটুকুও রক্ষা করে না। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানকেও অসম্মান করে। সন্ত্রাসীরা তাদের লক্ষ্য অর্জনের জন্য নারী-শিশুসহ বেসামরিক নীরিহ লোকজনকে হত্যা করতেও দ্বিধা করে না বলে মন্তব্য করেন বাহরাম কাসেমি।

সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে এবং এদের শিকড়, সমর্থক ও সৃষ্টিকারীদের খুঁজে বের করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের প্রতি আহ্বান জানান ইরানের এ কর্মকর্তা।

গত শুক্রবার পেশোয়ারের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রাবাসে তালেবানের হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩৫ জন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে হামলাকারী সন্ত্রাসীরা সবাই মারা যায়।

– পার্সটুডে।