পেট্রোপণ্য রপ্তানিতে ইরানের আয় ৯.৭ বিলিয়ন ডলার
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৪, ২০১৯

চলতি ফারসি বছরের প্রথম দশ মাসে ১৭ মিলিয়ন টন পেট্রোক্যামিক্যাল পণ্য রপ্তানি করেছে ইরান। এই রপ্তানি থেকে দেশটির আয় হয়েছে ৯ দশমিক ৭৩৯ বিলিয়ন মার্কিন ডলার। ইরানের জাতীয় পেট্রোক্যামিক্যাল কোম্পানির (এনপিসি) পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।
বছরের প্রথম দশ মাসে (২১ মার্চ ২০১৮ থেকে ২১ জানুয়ারি ২০১৯) ইরানের পেট্রোক্যামিক্যাল শিল্পে উৎপাদন ছাড়াই ৪৪ দশমিক ৮ মিলিয়ন টন। কেবল গত মাসেই মোট পেট্রো পণ্য উৎপাদন হয়েছে ৪ দশমিক ৩ মিলিয়ন টন।
চলতি ইরানি মাসে ১৪ লাখ ৬৬ হাজার টন পেট্রোপণ্য রপ্তানি হয়েছে। এ থেকে আয় হয়েছে ৭১৪ মিলিয়ন ডলার।
গত ফারসি বছরে ইরান মোট ১৭ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের পেট্রো পণ্য উৎপাদন করে। এর মধ্যে দেশটি ১২ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।