রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

পূর্ব এশিয়ার জাতিসংঘের পর্যটন সম্মেলনের আয়োজন করবে ইসফাহান

পোস্ট হয়েছে: এপ্রিল ২০, ২০২৫ 

news-image

জাতিসংঘের পর্যটন কমিশনের ৩০ টিরও বেশি সদস্য রাষ্ট্রের ইতিবাচক ভোটে ২০২৬ সালে পূর্ব এশিয়ার আঞ্চলিক কমিশনের ৩৮তম সমাবেশ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইরানের প্রাচীন শহর ইসফাহান। এই তথ্য জানিয়েছেন ইসফাহানের গভর্নর-জেনারেল মেহেদি জামালিনেজাদ।

মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, এ বছর পূর্ব এশিয়ার আঞ্চলিক কমিশনের ৩৭তম সমাবেশ ১৫ থেকে ১৬ এপ্রিল জাকার্তায় অনুষ্ঠিত হয়।

জাতিসংঘের পর্যটন মহাসচিব জুরাব পোলোলিকাশভিলি এবং উপ-পর্যটনমন্ত্রী আনুশিরভান মোহসেনি বান্দপেইয়ের নেতৃত্বে ইরানি বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদলের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকের শেষে আয়োজকের নাম ঘোষণা করা হয়।

ইরানের উপ-পর্যটনমন্ত্রী এই সাফল্যকে ইরানের পর্যটন কূটনীতি নীতিতে একটি টার্নিং পয়েন্ট বলে অভিহিত করেছেন। সূত্রঃ তেহরান টাইমস