পূর্ব ইরানে ঐতিহাসিক ম্যানসন পুনরুদ্ধার
পোস্ট হয়েছে: জুলাই ২২, ২০২০
ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের খুসফ শহরে অবস্থিত বিনা ম্যানসন। ঐতিহাসিক ভবনটি পুনরুদ্ধারে চলছে সংস্কার কার্যক্রম। স্থানীয় একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
ম্যানসনটি কাজার যুগে (১৭৮৯-১৯২৫) নির্মাণ করা হয়েছে। ইরানের জাতীয় ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ২০০৫ সালে।
পুনরুদ্ধার প্রকল্পের আওতায় রয়েছে রান্নাঘর, আঙ্গিনা ও গোসলখানার সংস্কার, ঘরের মেঝে ও রান্নাঘরের মেরামত এবং প্লাস্টিকের কর্ম ও ভূপ্রাকৃতিক দৃশ্য নির্মাণ। বুধবার স্থানীয় সাংস্কৃতিক কর্মকর্তা পারসিয়া জমশিদি এই তথ্য জানিয়েছেন। খবর সিএইচটিএন এর।
বাড়িটিতে রয়েছে একটি কেন্দ্রীয় আঙিনা। ক্রিসেন্টসহ রয়েছে একটি বারান্দা। সাথে রয়েছে একটি বায়ু-রোধক।
দক্ষিণ খোরাসান প্রদেশে বিরজান্দ প্রাসাদ, ড্রাগন গুহা, ফার্গ সিটাডেল ও পোলোন্ড মরুভূমির মতো বহু ঐতিহাসিক ও প্রাকৃতিক আকর্ষণ রয়েছে। প্রদেশটি কম্বল সেইসাথে জাফরান ও কাঁটাযুক্ত লতার জন্য বেশ পরিচিত। প্রদেশের প্রায় সব স্থানে এগুলো জন্মায়। সূত্র: তেহরান টাইমস।