বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

পূর্ব আজারবাইজানে বিদেশী পর্যটক রেকর্ড সংখ্যক বেড়েছে

পোস্ট হয়েছে: জুলাই ১৩, ২০২২ 

news-image

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম তিন মাসে ৩০ হাজারের অধিক বিদেশী ভ্রমণকারী ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশ ভ্রমণ করেছেন। প্রাদেশিক পর্যটন অধিদপ্তরের তথ্য অনুযায়ী২০১৭ সালের পর থেকে পর্যটক আগমনের এই সংখ্যা রেকর্ড সর্বোচ্চ।

ডেপুটি প্রাদেশিক পর্যটন প্রধান আলিরেজা বৈরামজাদেহ সোমবার বলেনপূর্ব আজারবাইজান প্রদেশে বিদেশী পর্যটকদের প্রবেশের হার পাঁচ বছরের রেকর্ড ভেঙেছে।

এই কর্মকর্তা আরও বলেন, বছরের প্রথম তিন মাসে ৩০ হাজারের অধিক বিদেশী ভ্রমণকারী প্রদেশ সফর করেছেন। আর এই পরিসংখ্যানটি পূর্ব আজারবাইজানের হোটেল এবং আবাসন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে কয়েকদিন থেকেছেন সারা বিশ্ব থেকে আসা এমন পর্যটকদের নিয়ে করা হয়েছে। করোনা মহামারি ছড়িয়ে পড়ার আগের তুলনায় যা শতভাগ বেশি। সূত্র: তেহরান টাইমস।