শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

পুড়ে যাওয়া তেল শোধনাগার শিগগিরি চালু করা সম্ভব হবে: ইরান

পোস্ট হয়েছে: জুলাই ১০, ২০১৬ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ জানিয়েছেন, খুজেস্তান প্রদেশে আগুনে আংশিক পুড়ে যাওয়া বু আলী সিনা তেল শোধনাগারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে চালু করা সম্ভব হবে।

শনিবার‍ জাঙ্গানেহ সাংবাদিকদের জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শোধানাগারটি স্বাভাবিক অবস্থায় ফিরবে। তবে প্যারাক্সিলিন টাওয়ার মেরামত করে নিয়মিত কার্যক্রমে ফিরে আসতে আরো বেশি সময় লাগবে।

আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে অগ্নিনির্বাপক দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইরানের এ মন্ত্রী বলেন- এলপিজি’র কুলিং সিস্টেমসহ শোধনাগারের গুরুত্বপূর্ণ ট্যাংকগুলোকে আগুনের বাইরে রাখার ক্ষেত্রে দমকলকর্মীরা অসম্ভব দক্ষতার পরিচয় দিয়েছেন এবং এটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তেল শোধনাগারের গুরুত্বপূর্ণ এসব ট্যাংকের তাপমাত্রা ও চাপ নিচের দিকে রাখার ক্ষেত্রে বু আলী সিনা কমপ্লেক্সের দমকলকর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অগ্নিনির্বাপক দল বড় ভূমিকা রেখেছে।

শনিবার সকালের দিকে বু আলী সিনা তেল শোধানাগারের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। প্রায় তিনদিন আগে সেখানে আগুন লেগেছিল।সূত্র: পার্সটুডে