পুষ্প-মঙ্গল আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু
পোস্ট হয়েছে: অক্টোবর ২৩, ২০১৭
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো আরণ্যক নাট্যদলের ‘পুষ্প-মঙ্গল আন্তর্জাতিক নাট্যোৎসব’। দেশের অন্যতম প্রধান এই নাট্যদলের ৪৫ বছর পূর্তিতে আয়োজিত হয়েছে সপ্তাহব্যাপী এই উৎসব। এতে অংশ নিচ্ছে ইরান, নরওয়ে, ভারত ও হংকংয়ের নাট্যদল। এ উপলক্ষে শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে রবিবার আয়োজন করা হয় পুষ্প-মঙ্গল আন্তর্জাতিক নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতেই ছিল সাঁওতালি নৃত্য। এরপর ফুল নিয়ে নৃত্য পরিবেশন করেন ধৃতির নৃত্যশিল্পীরা। একই দলের নৃত্যশিল্পীরা ‘জয় হোক জয় হোক’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।
এর আগে মাদল বাজিয়ে উৎসবের উদ্বোধন করেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সহধর্মিণী নাট্যজন লিলি চৌধুরী। এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লিকেন, ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভায়েজি দেহনভি, বিশ্ব আইটিআইয়ের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন আরণ্যকের প্রতিষ্ঠাতা পরিচালক মামুনুর রশীদ ও সভাপতিত্ব করেন দলটির প্রধান মান্নান হীরা।
আসাদুজ্জামান নূর বলেন, ‘স্বাধীনতা-উত্তর নাট্যধারায় দর্শনীর বিনিময়ে নাটক চর্চা যারা শুরু করেছিল তাদের মধ্যে আরণ্যক অন্যতম। আরণ্যক কখনো তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। আমরা আরণ্যক বলতে বুঝি মামুনুর রশীদ। তাঁর পুরো জীবনজুড়েই যেন আরণ্যক।’
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করে নাটক ‘ইবলিশ’, যার রচনা ও পরিচালনা করেছেন মামুনুর রশীদ।সোমবার উৎসবের দ্বিতীয় দিনে জাতীয় নাট্যশালার সামনের উন্মুক্ত প্রাঙ্গণে পরিমল ও তাঁর দল পরিবেশন করবে গম্ভীরা গান। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পশ্চিমবঙ্গের নাট্যদল ঋত্বিক মঞ্চস্থ করবে নাটক ‘আঁধারে সূর্য’। পরীক্ষণ থিয়েটার হলে আরণ্যক মঞ্চস্থ করবে ‘ময়ূর সিংহাসন’।