রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

পুলিশ আর্ট ফেস্টিভালে যাচ্ছে ‘শাহিন’

পোস্ট হয়েছে: আগস্ট ২৫, ২০২২ 

news-image
সালার তেহরানির ইরানি ছবি ‘শাহিন’ আন্তর্জাতিক পুলিশ আর্ট ফেস্টিভালে অংশ নেওয়ার কথা রয়েছে।
ইন্টারন্যাশনাল পুলিশ আর্টস ফেস্টিভাল (আইপিএএএফ) এর ২৬তম পর্ব ইতালিতে ৫ থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। উৎসবের এবারের আসরে ইরানি চলচ্চিত্র দেখানো হবে।
‘শাহিন’ ছবিতে একজন পুলিশ সদস্য ও তার স্ত্রীর জীবনের গল্প তুলে ধরা হয়েছে।এতে অভিনয় করেছেন গেলরেহ আব্বাসি, আলীরেজা কামালি-নেজাদ, মেহরান রঞ্জবার, বাহার নৌহিয়ান, এহসান আমানি এবং ফারজিন মোহাদ্দেস।এর আগে ‘শাহিন’ ২০২১ সালের জানুয়ারিতে লন্ডনে ‘দ্য আই এএম ফিল্ম ফেস্টিভাল’-এ অংশগ্রহণ করে। সূত্র: মেহর নিউজ।