শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

পুরনো গৌরবে ফিরছে ইরানের শতাব্দীকালের প্রাচীন ইয়াজদ জামে মসজিদ

পোস্ট হয়েছে: জুলাই ১২, ২০২০ 

news-image

ইরানে বারো শতাব্দীর প্রাচীন ইয়াজদ জামে মসজিদ (মসজিদ-ই জামেহ) নতুন দফায় পুনরুদ্ধার কাজ শুরু হয়েছে। সংস্কার কাজ শেষ হলে পুরনো আকর্ষণীয় রূপে ফিরবে ঐতিহ্যবাহী মসজিদটি। স্থানীয় একজন পর্যটন কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার মজিদ কিউমি নামের ওই কর্মকর্তা বলেন, মসজিদের গম্বুজের টালিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য বাতাস, বর্ষা ও সূর্যের তাপ থেকে রক্ষায় গম্বুজটির সংস্কার প্রয়োজন। খবর আইএসএনএ এর।

ইয়াজদ জামে মসজিদ প্রথম নির্মাণ করা হয় বুইদ রাজবংশের আলা’ওদ্দোলেহ গারশাসবের আমলে। মসজিদটি আজও জুমার নামাজের জন্য ব্যবহার করা হয়। পারস্য স্থাপতের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্থাপনাটি।

মসজিদের প্রবেশ পথে একজোড়া মিনার রয়েছে। এর মধ্যে একটি ইরানের অন্যতম উঁচু মিনার। সাফাবিদ যুগে নির্মিত মিনারটির উচ্চতা ৫২ মিটার এবং ব্যাস ৬ মিটার। প্রবেশপথ আগা থেকে গোড়া পর্যন্ত বিভিন্ন রঙের টাইলস দিয়ে সুসজ্জিত করা হয়েছে।

এছাড়া টাইলস দ্বারা সুসজ্জিত মেহরাব অন্যতম দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে। ১৯২৪ সালে মসজিদটি ইরানের জাতীয় ঐতিহ্যের তালিকায় নিবন্ধিত হয়। সূত্র: তেহরান টাইমস।