মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

পুনরায় খুলে দেয়া হলো হামেদানের পর্যটন কেন্দ্র ও জাদুঘরগুলো

পোস্ট হয়েছে: জুলাই ৪, ২০২১ 

news-image

ইরানের পশ্চিম-কেন্দ্রীয় হামেদান প্রদেশের জাদুঘর ও অন্যান্য সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানগুলো জনসাধারণের জন্য পুনরায় খুলে দেয়া হয়েছে। প্রদেশে করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসায় এই সিদ্ধান্ত নিয়েছে পর্যটন বিভাগ।

মঙ্গলবার প্রাদেশিক পর্যটন প্রধান মজিদ জাহাঙ্গিরিয়ান বলেন, এসব পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের জন্য ভাইরাস সংশ্লিষ্ট স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে।

এরআগে গত সপ্তাহের শুরুর দিকে দেশটির পর্যটন কর্মকর্তারা হামেদান প্রদেশের অন্যতম শীর্ষ পর্যটন গন্তব্য আলি সাদর পানির গুহা পর্যটকদের জন্য খুলে দেয়ার ঘোষণা দেন।

পশ্চিম-কেন্দ্রীয় ইরানের হামেদানের ৭০ কিলোমিটার উত্তরে অবস্থিত আলি সাদর হচ্ছে একটি বিশাল পানি-ভরা গুহা। জুরাসিক যুগ থেকে এই গুহাটির অস্তিত্ব পাওয়া যায় বলে ব্যাপক ভাবে বিশ্বাস করা হয়। আলি সাদর ছাড়াও হামেদানে রয়েছে বহু ঐতিহ্যবাহী স্থান ও স্থাপনা। সূত্র: তেহরান টাইমস।